পিরোজপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান

‘জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ডে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।’

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদক টিম
নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদক টিম |নয়া দিগন্ত

পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন প্রকল্প ও সাবেক উপজেলা প্রকৌশলী মো: জাকির হোসেন মিয়ার নামে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সত্যতা যাচাইয়ে (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পিরোজপুর দুদক সম্মিলিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১২টার দিকে নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে এ অভিযান চালায়। অভিযান শেষে দুপুর ২টার দিকে তারা ওই কার্যালয় থেকে বের হয়।

এ সময় পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

দুদক সূত্র জানা যায়, উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে আসেন দুদক। এ সময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পান। অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর এক কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার আট বছর ধরে চাকরি করছেন। আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। আর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার বদলির জন্য আবেদন করেননি বরং তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার দু’টি প্রাইমারি বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন এক ঠিকাদারকে। বিদ্যালয় দু’টি উপজেলার সদর ইউনিয়নের কলতালা গ্রামে একটি অপরটি শ্রারীমাকাঠী ইউনিয়নের কাইলানী সরকারি প্রাথমিক। আর ওই স্কুল দু’টির টেন্ডার পায় স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা হয়ে যায়।

গোপন সূত্রে জানা যায়, বাড়তি বিল পরিষদ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী গফফার নিজ অর্থয়ানে কাজ চালিয়ে যাওয়ার জন্য স্কুল দু’টির কাজের মেয়াদ বাড়িয়েছেন।

অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো: জাকির হোসেন সাংবাদিকদের জানান, ‘জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ডে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একইসাথে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার আট বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন প্রকল্পসহ দু’টি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা। এ সময় দুদক সহকারী পরিচালকসহ উপ-সহকারী কামরুজ্জামান ও পার্থ চন্দ্র পাল উপস্থিত ছিলেন।