জাফলংয়ে ৩ দিন পর ভেসে উঠলো পর্যটকের লাশ

শুক্রবার (২৫ জুলাই) সকালে মুকিতসহ ২৮ জনের একটি টিম বাসে করে জাফলংয়ে বেড়াতে যান। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জাফলংয়ে ৩ দিন পর ভেসে উঠলো পর্যটকের লাশ
জাফলংয়ে ৩ দিন পর ভেসে উঠলো পর্যটকের লাশ |নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে নিখোঁজের তিনদিন পর পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মুকিত আহমদ (১৮) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নিখোঁজ মুকিতের বলে শনাক্ত করে।

এর সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি সরকার মো: তোফায়েল আহমদ জানান, রোববার সকালে মুকিতের লাশ পানিতে ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ জুলাই) সকালে মুকিতসহ ২৮ জনের একটি টিম বাসে করে জাফলংয়ে বেড়াতে যান। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে।

খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। বাকি দুজন তীরে উঠলেও স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন মুকিত। ঘটনার তিনদিন পর রোববার জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তার লাশ ভেসে উঠে।