বরিশাল ব্যুরো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: খায়রুল আলম সুমনের কাছে তারা প্রত্যাহারের আবেদন জমা দেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহার করা প্রার্থীরা হলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী মোঃ তারিকুল ইসলাম, একই আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী মুন্সি মোস্তাফিজুর রহমান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসান। বরিশাল-৫ (বরিশাল সিটি করপোরেশন ও সদর) আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আমার বাংলাদেশ পার্টির মো: তারিকুল ইসলাম ও খেলাফত মজলিসের প্রার্থী একেএম মাহবুব আলম মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
রিটার্নিং অফিসার জানান, নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা স্বেচ্ছায় মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবং এরপরই প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে।
এদিকে বরিশাল-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল মনোনয়নপত্র প্রত্যাহার করে হাতপাখার প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন।
বরিশাল জেলার ছয়টি আসনে ৭ জন প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার করায় মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



