বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, ‘আওয়ামী লীগের দোসররা সারাদেশে ষড়যন্ত্র করছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে অনেক মায়ের বুক খালি হওয়ার পরে শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা পালায়নি। তারা সারাদেশে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় গন্ডগোল পাকাচ্ছে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতার ওপর হামলা চালাচ্ছে। অতত্রব এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভা যাত্রা পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তবর্তী সরকারের প্রতিটি উপদেষ্টাকে কম কথা বলে কাজে প্রমাণ করার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘অন্তবর্তী সরকারের কার্যক্রমে তাদের দুর্বলতা প্রকাশ পায়। প্রকাশ পায় তাদের প্রশাসনের দুর্বলতা। এই প্রশাসনকে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিদাওয়া গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে।’
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো: আব্দুস সালাম, সিরাজুল হক মোল্লা, বি এম হারুন-অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ টিপু মাদবরসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে শরীয়তপুর মডেল টাউন এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়াও ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের চৌরঙ্গীর মোড় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে কোর্ট এলাকায় গিয়ে জেলা বিএনপির সহ-সভাপতি মো: মোফাজ্জল হোসেন ফকিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহম্মেদ জিন্টু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব:) এসএম ফয়সাল, সহ-সাধারণ সম্পাদক হাজী মিন্টু সওদাগর, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান প্রমুখ।