বগুড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

‘সবার আগে সৎ হতে হবে। সামজে সৎ মানুষের বড়ই অভাব। সততা ছাড়া বড় হওয়া যাবে না। দেশের জন্য প্রয়োজন নীতিনৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
বগুড়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান |নয়া দিগন্ত

বগুড়া সদরের মাধ্যমিক পর্যায়ের ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সরকার। পারফর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের ৩৭ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) বগুড়া জিলা স্কুলের শহীদ মুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে বগুড়া জেলা শিক্ষা অফিস ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, ‘সবার আগে সৎ হতে হবে। সামজে সৎ মানুষের বড়ই অভাব। সততা ছাড়া বড় হওয়া যাবে না।’

তিনি বলেন, ‘দেশের জন্য প্রয়োজন নীতিনৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ না হই, তবে জাতি হিসেবে এগিয়ে যাওয়া কঠিন।’

তিনি বলেন, ‘অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কিন্তু বিচার ব্যবস্থার বাইরে গিয়ে মব জাস্টিস করা যাবে না। অভিভাবকদেরকে সন্তানদের পারিবারিক শিক্ষা ও নজরে রাখাতে হবে।’

জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, সহকারী জেলা শিক্ষা অফিসার ফজলুল হক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু।

কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মোবাশ্বের হোসেন শামীম ও রহিমা আকতার রুমি।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান।