টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালের নামাজ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মির্জাপুর দারুল উলুম দাখিল মাদ্রসার সুপার মাওলানা ফজলুর রহমান।
আলোচনা সভা শেষে ১১টায় একটি র্যালি যমুনা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে একই জায়গায় শেষ হয়।
যমুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, মাওলানা ফজুলুর রহমানসহ বিভিন্ন আলেমে দ্বীন র্যালির নেতৃত্ব দেন।