নাটোরের নলডাঙ্গা উপজেলায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে নির্যাতিত পরিবার ও গ্রামবাসীরা।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা ওভার ব্রীজের উপর নির্যাতিত পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী এ কর্মকর্তা ও ভুক্তভোগী পরিবার জানায়, দেশীয় অস্ত্র দ্বারা পরিকল্পিত হত্যার উদ্দেশে তাদের পরিবারের ওপর হামলা চালিয়েছিলো শেখপাড়া গ্রামের খালেক গং। সন্ত্রাসী বাহিনী আবারো হামলার জন্য তাদের হুমকি দিচ্ছে। তারা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে হুমকির মুখে। তারা তাদের পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে নিরাপত্তা চায়। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
উল্লেখ্য, গত শুক্রবার ভুক্তভোগীর রাস্তার পাশে নিজস্ব জমিতে একটা গাছ ছিল, গাছ পড়ে তাদের রান্নাঘরটির প্রাচীর ভেঙ্গে যায়। নিজস্ব সীমানায় পুরাতন প্রাচীর ভেঙ্গে নতুন প্রাচীর তৈরির সময় দুপুর বেলা নামাজের পর দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা চালায়, হামলায় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তার মো: সজীব হোসেনের বাবা, মা, বোন এবং স্ত্রী গুরুতর আহত হয়।



