চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনয়ন পেলেন সরোয়ার জামাল নিজাম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজাম।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনয়ন পেলেন সরোয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনয়ন পেলেন সরোয়ার জামাল নিজাম |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলের তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরোয়ার জামাল নিজাম।

সোমবার (৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

সরোয়ার জামাল নিজাম ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আনোয়ারা ও কর্ণফুলী অঞ্চলে বিএনপির রাজনীতিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করেছেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সরোয়ার জামাল নিজাম বলেন, ‘চট্টগ্রাম-১৩ আসনের মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে চাই। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ঐক্যই আমাদের সাফল্যের ভিত্তি।’

চট্টগ্রাম-১৩ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে সরোয়ার জামাল নিজামের প্রার্থিতা এ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।