মুরাদনগর আসনে বিএনপি প্রার্থী কায়কোবাদের মনোনয়ন দাখিল

‘নির্বাচন কমিশন তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুন্দর নির্বাচন করে দিতে পারেন তাহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তাদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
কায়কোবাদের মনোনয়ন দাখিল
কায়কোবাদের মনোনয়ন দাখিল |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবদুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কায়কোবাদ বলেন, ‘প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যেন তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে। বর্তমানে নির্বাচনের পরিবেশ স্বস্তিদায়ক। নির্বাচন কমিশন তাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী একটি সুন্দর নির্বাচন করে দিতে পারেন তাহলে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। তাদের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে।’

এ সময় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কায়কোবাদের ছোট ভাই কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, নজরুল ইসলাম ও উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।