নারায়ণগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি

কর্মসূচির আওতায় আগত রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। রক্তদান কর্মসূচিতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং মাদরাসার শিক্ষার্থীসহ অনেকেই তাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি
নারায়ণগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে দিনব্যাপী জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রূপগঞ্জের কাঞ্চনের কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ বিতরণ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং রক্তদান কর্মসূচি।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ইসমাইল মামুনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি সফল করতে সহযোগিতা করে DKMC হাসপাতাল, যার অভিজ্ঞ চিকিৎসক দল উপস্থিত থেকে শতাধিক দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।

কর্মসূচির আওতায় আগত রোগীদের মধ্যে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। রক্তদান কর্মসূচিতে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন এবং মাদরাসার শিক্ষার্থীসহ অনেকেই তাদের ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ পান।

আয়োজক ইসমাইল মামুনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এই জনমুখী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। স্থানীয় জনসাধারণ এই সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।