জুলাই জাতীয় সনদের ভিত্তি এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না- এমন মন্তব্য করেছেন ভাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা মো: সরোয়ার হুসাইন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় ভাঙ্গা উপজেলার ঈদগাহ মসজিদ চত্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি ভাঙ্গা ঈদগাহ মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা মো: সরোয়ার হুসাইন।
মাওলানা সরোয়ার হুসাইনের সভাপতিত্বে এবং জামায়াত নেতা লিটু খন্দকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াত নেতা ডা. এনায়েত হোসেন, ভাঙ্গা উপজেলার সাবেক আমির রোকনউদ্দিন খান, উপজেলা সাধারণ সম্পাদক শামসুল আলম, জামায়াত নেতা ফিরোজ কবির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হলে তা জুলাই জাতীয় সনদের ভিত্তিতে হতে হবে। জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তারা বলেন, যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক অধ্যায় রচিত হবে, যার নেতৃত্বে থাকবে জামায়াতে ইসলামী।
আসন বিন্যাস সংক্রান্ত চলমান আন্দোলনের প্রসঙ্গে বক্তারা বলেন, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দু’টি প্রপার ইউনিয়ন কেটে ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভাঙ্গাবাসী কখনো মেনে নেয়নি এবং নেবে না। তারা অবিলম্বে এই দু’টি ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনের সাথে যুক্ত করার দাবি জানান।