মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২৫ মে) সকাল ১০টার দিকে মাদকবিরোধী একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ হতে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, প্রক্টর (ভারপ্রাপ্ত), বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভিসি ড. হাসান তালুকদার বলেন, ‘মাদক একজন ব্যক্তি হতে শুরু করে, একটি পরিবার, একটি সমাজ এমনকি একটি রাষ্ট্র ধ্বংস করে দিতে পারে। সুতরাং মাদককে না বলুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন এবং মাদকমুক্ত দেশ গঠনে সহযোগিতা করুন।’
তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলেন, ‘তোমরা মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলো, তোমাদেরকে যেনো অন্যরা অনুকরণ করতে পারে।’
শোভাযাত্রা চলার সময় শাহজাদপুরের সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী স্লোগান লেখা লিফলেট বিতরণ করা হয়।
এরপর বেলা সাড়ে ১১টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাদকের কুফল সংক্রান্ত এক সেমিনারের আয়োজন করা হয়।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে মাদকের ভয়াবহ কুফলের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় সার্কেলের অতিরিক্ত পরিচালক আসলাম আলী।
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।