হাদির ওপর হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না : বিজিবি

নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশী যুবককে ভারতে পাচার করেছে। তারাই হামলাকারী কি-না তা নিশ্চিত হতে ফিলিপ স্নালকে খুঁজছে বিজিবি।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান |নয়া দিগন্ত

বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হামলাকারীরা ময়মনসিংহের সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কি-না এটি নিশ্চিত নয়। হত্যাচেষ্টাকারীরা যাতে ভারতে পালাতে না পারে সেজন্য ঘটনার দিন থেকেই সতর্ক অবস্থান নেয় বিজিবি।’

তিনি বলেন, তবে গোয়েন্দা তথ্য আছে, নালিতাবাড়ির বরোয়ারি এলাকার চিহ্নিত মানব পাচারকারী ফিলিপ স্নাল শুক্রবার রাতে দুই বাংলাদেশী যুবককে ভারতে পাচার করেছে। তারাই হামলাকারী কি-না তা নিশ্চিত হতে ফিলিপ স্নালকে খুঁজছে বিজিবি।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে, গত শুক্রবার রাত ৯টা থেকে বিজিবি সদর দফতরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের সব রুট চিহ্নিত করে সীমান্ত পথে টহল এবং চেকপোস্ট বসানো হয় জানিয়ে কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এরপর গত শনিবার পুলিশ এবং বিজিবির সমন্বয়ে যৌথ অপারেশনের প্ল্যান করা হয়। ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তার সাথে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগ এবং অপারেশন-সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আলোচনায় দু’টি স্থানে একসাথে অপারেশনের প্ল্যান করা হয়। সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটকের পরিকল্পনা করা হয়। পুলিশের আরেকটি টিম হালুয়াঘাট এলাকায় অপারেশন প্ল্যান করে। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবিকর্তৃক সোর্স এবং অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে।’

তিনি আরো বলেন, ‘নালিতাবাড়ীর বারোমারি এলাকায় অপারেশন পরিচালিত হয় বিজিবির নেতৃত্বে এবং ঢাকা থেকে আগত ও হালুয়াঘাট থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে। কিন্তু ফিলিপকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানব পাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। এ সময় তাদের পরিবারের তিনজনসহ এখন পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে আজ সোমবার)সকালে মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেফতার করা হয়। বতর্মানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে বিজিবির অন্য কর্মকর্তাসহ স্থানীয় প্রিন্ট, অনলাইন এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বি‌ভিন্ন গণমাধ‌্যম ও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম সূত্র ম‌তে, ফয়সাল ও আলমগীর হাদিকে গুলির পর মোটরসাইকেলে প্রথমে মিরপুর যায়। সেখান থেকে প্রাইভেটকারে আশুলিয়া হয়ে যায় গাজীপুর। সেখান থেকে ময়মনসিংহে যায় তারা। ময়মনসিংহে গিয়ে প্রাইভেটকার বদল ক‌রে ফেলে। সেখান থেকে আরেকটি প্রাইভেটকারে হালুয়াঘাটের দারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে সে প্রাইভেটকারটি ছেড়ে দিয়ে তারা স্থানীয় একজন ব্যক্তির মোটরসাইকেলে সীমান্ত এলাকা ভুটিয়াপাড়া যায়। স্থানীয় ওই ব্যক্তি এখনো পুলিশের হাতে ধরা পড়েননি। তবে সীমান্ত এলাকার অন্য দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

আরো উল্লেখ্য যে, ভুটিয়াপাড়া পর্যন্ত মোটরসাইকেলে যাওয়া দুই আরোহী ভারতের সীমান্ত পার হলে আরেকজন রিসিভ করে নিয়ে যায়। বর্তমানে তারা ভারতের তোরা এলাকায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর থে‌কেই বি‌জি‌বিসহ প্রশ‌াস‌নের বি‌ভিন্ন দফতর ন‌ড়েচড়ে ব‌সেন।

এদিকে পুলিশের একটি সূত্র বলছে, শনিবার রাত ১১টার দিকে ডিএমপির রমনা বিভাগের একটি টিম হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুর জেলার নালিতাবাড়ীতে অভিযান চালায়। এ সময় হালুয়াঘাট থেকে মানব পাচারের সাথে জড়িত ফিলিপ স্নাল এবং সঞ্জয় চিসিমকে শনাক্ত করা হয়। সঞ্জয় চিসিমসহ চারজনকে আটক করা হয়। ফিলিপ স্নালকে গ্রেফতারের লক্ষ্যে নালিতাবাড়ীতে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

সঞ্জয় চিসিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, শুক্রবার রাত অনুমান দেড়টা থেকে ২টার মধ্যে সে দু’জন বাংলাদেশী নাগরিককে ভারতে পাচারে সহযোগিতা করেছে। পাচার ব্যক্তিদের বিস্তারিত তথ্য ফিলিপ স্নাল ও তার সহযোগীদের কাছে রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় চিসিম এবং সিবিরন দিওকে পুলিশ ঢাকায় নিয়ে আসে।