পঞ্চগড়ে মৃদ শৈত্য প্রবাহ চলছে। প্রচণ্ড ঠান্ডা আর হিম কুয়াশায় জন-জীবন অস্থির হয়ে উঠেছে। বিকেল থেকে কুয়াশার কারণে ঘর থেকে বাইরে বের হওয়াই অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। সারারাত ঘরের টিনে বৃষ্টির মতো কুয়াশ পড়ছে। গরীব, অসহায় মানুষরা পৌষের শীতে কাবু হয়ে পড়েছে।
শনিবার (৩ জানুয়ারি) তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সকাল ৯টায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৯ ভাগ। বাতাস প্রতি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার বেগে চলাচল করছে।
পঞ্চগড় থেকে হিমালয় সন্নিকটে হওয়ায় প্রতিবারের মতো এবারো শীতের তীব্রতা একটু বেশী। সড়ক-মহাসড়কে ট্রাক, বাস, মাইক্রবাস হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে। সন্ধ্যানামার সাথে সাথে হাট-বাজারে মানুষজন ফাঁকা হয়ে যাচ্ছে। গাঁও-গ্রামের মানুষ গাছের পাতা,খড়, জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। অনেকে শীত বস্ত্রের অভাবে রাতে চট গায়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করছেন। এছাড়া পুরাতন কাপড়ের দোকানে মানুষ-জনের ভিড় লক্ষ করা যাচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় জানান, আজ শনিবার সকাল ৯ ঘটিকার সময় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্র এবং বাতাসের আদ্রতা ৯৯ শতাংশ রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার চলছে।



