কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২০২৫ সালের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে হোসেনপুর মডেল মসজিদ প্রাঙ্গণে ওই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেনপুর হিফজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নাজমুল হক ফয়সাল।
এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, কিশোরগঞ্জের জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম মাওলানা শাব্বির আহমদ, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক এমদাদুল হক, উপজেলা ইসলামিক আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা কারিমুল্লা, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আবুল কালাম ফারুকী, মাওলানা আবুল কাশেম জুয়েল ও মুফতি আবুল পাতা নুরুল্লাহ প্রমুখ।
ওই কুরআন প্রতিযোগিতার আয়োজক ছিলেন কিশোরগঞ্জের হিফজুল কুরআন ফাউন্ডেশন ও আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রা:) ফাউন্ডেশন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



