গফরগাঁওয়ে এসএসসি ও এইচএসসির জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমান পরিক্ষা-২০২৫ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে এসএসসি ও এইচএসসির জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
গফরগাঁওয়ে এসএসসি ও এইচএসসির জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমান পরিক্ষা-২০২৫ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো গফরগাঁও পৌরসভা ও গফরগাঁও সমিতি, ঢাকা।

প্রশাসনিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের শীর্ষ ব্যক্তিত্বদের উপস্থিতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: মোস্তফা কামালের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন এম আব্দুল্লাহ-আল-মামুন।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, গফরগাঁও সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা লেফটেন্যান্ট আহমেদ ইবনে আলী।

উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা খান, ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদ, শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো: আকবর হোসাইন, কৃতি শিক্ষার্থী সুমাইয়া আক্তার সহ আরো অনেকেই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এন এম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘তোমরাই দেশের ভবিষ্যৎ, জাতির উন্নয়নের চালিকাশক্তি। শুধুমাত্র জিপিএ অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হতে হবে। তোমরা নিজেরা আলোকিত হলে তবেই পরিবার, সমাজ ও দেশ আলোকিত হবে।’

তিনি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পরামর্শ দিয়ে বলেন, ‘ভালোভাবে পড়াশোনা করলে জীবনে সফলতা আসবেই।’

তিনি আরো বলেন, ‘সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে গফরগাঁওকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।’

অনুষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো অডিটোরিয়াম ছিল উৎসবমুখর।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ সংবর্ধনা প্রাপ্তির এ আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে এসএসসি ও সমমনা ১৬৩ জন এবং এইচএসসি ও সমমনা ২৬ জনসহ মোট ১৮৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবর্ধনা শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। মনোরম এই সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ হয়।