দলীয় প্রার্থীর বিরুদ্ধে নারী বিদ্বেষী বক্তব্য দেয়ায় বিএনপির নেতা বহিষ্কার

নাটোরে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য রঞ্জিত কুমার সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
দলীয় প্রার্থীর বিরুদ্ধে নারী বিদ্বেষী বক্তব্য দেয়ায় বিএনপির নেতা বহিষ্কার
দলীয় প্রার্থীর বিরুদ্ধে নারী বিদ্বেষী বক্তব্য দেয়ায় বিএনপির নেতা বহিষ্কার |নয়া দিগন্ত

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য রঞ্জিত কুমার সরকারকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো: আসাদুজ্জামান আসাদের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গত ২৪ জানুয়ারি সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির সহ দফতর সম্পাদক ও এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী জনসভায় বিএনপি নেতা রঞ্জিত কুমার সরকার দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এমন বক্তব্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় ঘটবে না বলে তিনি মুচলেকা দেন।