মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের দরিদ্র পরিবারে জন্ম নেয়া প্রতিবন্ধী গোপাল সাঁওতালের চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক।
নয়া দিগন্তসহ বিভিন্ন মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হলে মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন বুধবার (২০ আগস্ট) তার সার্বিক চিকিৎসার দায়িত্ব নেন।
গোপাল সাঁওতাল জন্মের পর থেকেই বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। তিন বছরের এই শিশুটি হাঁটাচলা থেকে শুরু করে স্বাভাবিকভাবে কথা বলা ও চলাফেরায়ও সক্ষম নয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে তার কোনো চিকিৎসা হয়নি। চা-বাগানের শ্রমিক হিসেবে তার বাবা-মা অনেক কষ্টে সংসার চালালেও সন্তানের চিকিৎসা ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। ফলে জন্ম থেকে আজ পর্যন্ত অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে ছোট্ট গোপাল।
জেলা প্রশাসনের অর্থায়নে শিশুটিকে সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর মৌলভীবাজার শাখায় তিন মাসব্যাপী চিকিৎসা, ফিজিওথেরাপি, বিশেষায়িত সেবা এবং থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে জেলা প্রশাসন, মৌলভীবাজার।
জেলা প্রশাসক মো: ইসমাইল হোসেন বলেন, ‘একটি শিশুর জীবন যেন প্রতিবন্ধকতায় আটকে না যায়, সে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এ দায়িত্ব সমাজের সবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশা করি, চিকিৎসার মাধ্যমে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।’
গোপালের পরিবার জেলা প্রশাসকের এই মানবিক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, ‘আমরা কখনো ভাবিনি গোপালের চিকিৎসা সম্ভব হবে। আজ জেলা প্রশাসক আমাদের সন্তানের দায়িত্ব নিয়েছেন এটি আমাদের জীবনের সবচেয়ে আনন্দের দিন।’