দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যশোর মনিরামপুরের এক বিএনপি নেতাকে তার সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসাথে বিভিন্ন বিষয়ে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ না করায় পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কাছে জবাবদিহি করার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য যশোর জেলার মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো: তুহিন হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হলো। এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দিয়েছে যশোর জেলা বিএনপি। এছাড়া বিভিন্ন অপরাধে ইতোমধ্যে মনিরামপুর পৌর বিএনপির আরো কয়েকজন নেতাকর্মীকে অব্যাহতি দেয়া হয়েছে।
এদিকে এসব বিষয়ে প্রয়োজনীয় নজরদারি না রাখা, অব্যাহতভাবে দলের নেতারা অপরাধে জড়িত হওয়ার পরেও কোনো কার্যকর পদক্ষেপ না নেয়া ও পৌর বিএনপির নির্বাহী কমিটির মিটিং করে জেলা বিএনপিকে অবহিত না করার কারণে পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বরাবরে জবাবদিহি করার জন্য নির্দেশ দেয়া হয় বিজ্ঞপ্তিতে।