পাবনার ঈশ্বরদীতে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের পাবনা জেলা আমির ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট ও রোয়া সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মাড়মীতে আদিবাসী সম্প্রদায়ের লুর্দের রানী মারিয়া গির্জা এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা সাইদুল ইসলাম।
এ সময় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন গির্জার সভাপতি ফাদার দীপক কস্তা, সহ-সভাপতি পিটার বিশ্বাস, সাধারণ সম্পাদক বানার্ড পিটার, গির্জার সদস্য সমর মাস্টার, আগ্নেশ বিশ্বাস।
পরে অধ্যাপক আবু তালেব মন্ডল জামায়াত নেতৃবৃন্দদের নিয়ে গির্জা ও আবাসন পল্লী পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় আদিবাসী জনসাধারণদের সুখে-দুঃখে পাশে থাকার জন্য জামায়াত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।