আখাউড়ায় বল কুড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

আজ সোমবার আমোদাবাদ গ্রামের স্কুল মাঠে ক্রিকেট খেলছিল শিশু কিশোররা। এসময় বলে উড়ে গিয়ে আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ছাদে পড়লে বল কুড়াতে গিয়ে নিহত মো: শামীম অসাবধানতায়...

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খেলার সময় বল কুড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মো: শামীম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলার আমোদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শামীম স্থানীয় আমোদাবাদ গ্রামের ডা: শাহ আলমের ছেলে এবং আখাউড়া মুহিসুন্নাহ মাদরাসার ছাত্র ছিল।

স্থানীয় উত্তর ইউপি মেম্বার কুতুব ‍উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সোমবার আমোদাবাদ গ্রামের স্কুল মাঠে ক্রিকেট খেলছিল শিশু কিশোররা। এসময় বলে উড়ে গিয়ে আমোদাবাদ প্রাথমিক বিদ্যালয়ের ছাদে পড়লে বল কুড়াতে গিয়ে নিহত মো: শামীম অসাবধানতায় ছাদ থেকে পড়ে গুরুতর আহত। পরে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আখাউড়া থানার উত্তর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল আলীম জানায়, এ ঘটনা থানায় কেউ জানায়নি। জানালে ব্যবস্থা নেয়া হবে।