আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় শ্রমিক নিহত, চালকের বাড়িতে হামলা

মঙ্গলবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার মাধবদী-গোপালদী সড়কের উলুকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামে এক পাওয়ারলুম শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুদ্ধ পাওয়ারলুম শ্রমিককরা মোটরসাইকেলের চালক ইমনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।

মঙ্গলবার ভোরে উপজেলার গোপালদী পৌরসভার মাধবদী-গোপালদী সড়কের উলুকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার মাধবদী থানার চরভাসানিয়া গ্রামের মরহুম সোবহানের ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুল ইসলাম জানান, নিহত আনোয়ার পাওয়ারলুম শ্রমিক হিসেবে উলুকান্দিতে কাজ করেন। কাজের ফাঁকে ভোরে দোকানে নাস্তা করতে যান তিনি। এ সময় সদাসদী গ্রামের মোটরসাইকেলচালক ইমন সাথে একজন নারী নিয়ে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে আনোয়ার হোসেনকে ধাক্কা দেন। এতে আনোয়ারসহ তিনজন গুরুতর আহত হন। পাওয়ারলুমের অন্য কর্মচারীরা ও স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে রেফার করলে সেখানে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করলে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এএসআই আমিনুল ইসলাম আরো জানান, এ ঘটনায় গোপালী ফাঁড়ির পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় ইমনের বাড়িতে মঙ্গলবার সকাল ৮টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। তবে তার সাথে থাকা নারীর পরিচয় পাওয়া যায়নি। আহত মোটরসাইকেলচালক ইমন ও তার সাথে থাকা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।