পিরোজপুরের কাউখালীতে ইভটিজিং করার অপরাধে নীলু ডাকুয়া (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত নীলু ডাকুয়া উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে।
জানা গেছে, ভুক্তভোগী ওই নারীকে প্রায় সময় নীলু ডাকুয়া বিভিন্ন কুপ্রস্তাব দেয়াসহ ইভটিজিং করতেন। বিভিন্ন স্থানে জানানো হলেও কোনো বিচার না পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার মহিলা কলেজের সামনে উপস্থিত হন এবং স্থানীয়রা বখাটে নীলু ডাকুয়াকে হাতেনাতে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটেকে ইভটিজিং করার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান জানান, আসামিকে পিরোজপুরে জেলে পাঠানো হয়েছে।