নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ের একদিন পর মো: আব্দুল্লাহ (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল্লাহ উপজেলার জামনগর ইউনিয়নের মুন্সিপাড়ার পাঁচানীপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে এবং মুন্সিপাড়া কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্বজনদের বরাতে জানা গেছে, গত বুধবার মধ্যরাতে দাদির সাথে একই বিছানায় ঘুমন্ত অবস্থায় আব্দুল্লাহকে একটি বিষাক্ত সাপ (স্থানীয়ভাবে পরিচিত চক্করি বোরা) কামড় দেয়। সাপটি মশারির ভেতরেই ছিল। কামড়ের পরই সাপটিকে মেরে একটি পাতিলে করে সাথে নিয়ে প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।