খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় চৌদ্দগ্রামে খতমে কুরআন ও দোয়া মাহফিল

সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Cumilla
খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া
খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-১১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুল হুদা এবং সভাপতি হিসেবে ছিলেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল পাটোয়ারী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, উপজেলা সহ-সভাপতি শাহাব উদ্দিন ফরায়েজী, মো: শাহ আলম, আগা মাইনুল হক চৌধুরী রাসেল, সহ-সভাপতি আকতার হোসেন, পৌর সহ-সভাপতি শরীফুল ইসলাম দুলাল, ফরিদ আহম্মেদ শাহীন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াছ পাটোয়ারী, উপজেলা বিএনপির দফতর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহ্বায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম, সদস্যসচিব আনোয়ার হোসেন ভেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল হাসান, সাধারন সম্পাদক আবির চৌধুরী। এছাড়া চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভা ও ১৩টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।