ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভৈরব থেকে কুলিয়ারচরগামী একটি সিএনজিতে এ ডাকাতির ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার খড়কমারা গ্রামের মো: হালিম মিয়ার ছেলে শ্রাবন ওরুফে গালিব (১৮) ও তার চাচাতো ভাই জুনাইদ (১২) সিএনজি যোগাযোগে ভৈরব থেকে বাড়ি আসছিলেন। পথিমধ্যে ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে একদল ডাকাত সিএনজিটি থামিয়ে তাদের অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন এবং কিছু মালামাল ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই রাস্তায় থাকা টহল পুলিশকে বিষয়টি অবগত করে ভুক্তভোগীরা।
ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে ভুক্তভোগীদের বাড়ি যেতে সহযোগিতা করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা এ বিষয়ে জানান, ওই এলাকায় সন্ধ্যারপর প্রায় সময় ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। পুলিশি জামেলার কারনে কেউ থানায় মামলা করতে যায় না। এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূরুন্নবীকে ওইদিন রাতেই অবগত করা হলে তিনি বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক টহল পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



