ময়মনসিংহে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত‌্যু, নতুন ভর্তি ৫২

বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯০ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে পুরুষ রয়েছেন ৬৩ জন, নারী ২০ জন ও শিশু রয়েছে সাতজন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Mymensingh
সংগৃহীত

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দু’জন মারা গে‌ছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৫২ জন।

রোববার (১৬ নভেম্বর) রা‌তে হাসপাতালের উপ-পরিচালক ডা: মো: জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ব্যক্তিরা হলেন- নেত্রকোনার পূর্বধলা উপ‌জেলার সুরেশ চন্দ্র ব‌নিকের মেয়ে স্রী অঞ্জলী রানী ব‌নিক (৬০) ও একই এলাকার ইউনূস আলীর ছেলে আবুল কাশেম (৬০)।

উপ-পরিচালক জানান, গত ১৪ নভেম্বর বিকেলে সাড়ে ৪টার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন অঞ্জলী রানী ব‌নিক। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছিল। এরই মধ্যে আজ ‌রোববার বেলা সাড়ে ১১টার দিকে মারা যান। অন্যদিকে ১৩ নভেম্বর রাত ৮টার দিকে ভর্তি হন আবুল কাশেম। তিনি শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ৫২ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৯০ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে পুরুষ রয়েছেন ৬৩ জন, নারী ২০ জন ও শিশু রয়েছে সাতজন।