মাদারীপুরে পারিবারিক বিরোধে হামলা, আহত ৪

দীর্ঘদিন ধরে মা-বাবার ভরণপোষণ নিয়ে দু্ই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
মাদারীপুরে পারিবারিক বিরোধে হামলা
মাদারীপুরে পারিবারিক বিরোধে হামলা |নয়া দিগন্ত

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে মেঝ ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় ছোটভাইসহ চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওহাব আলী খালাসির ছোট ছেলে ইয়াছিন খালাসি, সেজো ছেলে রফিকুল খালাসি, রফিকুলের স্ত্রী পুতুল আক্তার এবং সোহেলের ছেলে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বায়োজিদ খালাসি।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবা ওহাব আলী খালাসি ও মা ফরিদা বেগমের ভরণপোষণ নিয়ে মেঝ ছেলে রুবেল খালাসি ও ছোট ছেলে ইয়াছিন খালাসির মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে বাড়ির পাশে অবস্থানরত তার শ্বশুরবাড়ির লোকজনকে সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইয়াছিনের ওপর হামলা চালায়। এতে ইয়াছিন আহত হন। পরিবারের অন্য সদস্যরা বাধা দিতে গেলে রুবেলের হামলায় সেজো ভাই রফিকুল, তার স্ত্রী পুতুল এবং নাতি বায়োজিদও আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন রুবেল খালাসি ও তার স্বজনরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আদিল হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।