নাটোরে গণহত্যার বিচার ও নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, শহর আমির রাশেদুল ইসলাম রাশেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পাঁচ দফা দাবি সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এ দাবিগুলো অনতিবিলম্বে কার্যকর করতে হবে।



