জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াত : ডা: তাহের

ডা. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
চৌদ্দগ্রামে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে ডা: সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
চৌদ্দগ্রামে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে ডা: সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে জামায়াত গণভোট চায়। জামায়াতের বক্তব্য পরিষ্কার- জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, নভেম্বর মাসের মধ্যেই গণভোটের ব্যবস্থা গ্রহণ, জোটের প্রার্থী হলেও নিজ দলীয় প্রতীকে নির্বাচন করা, ফেব্রুয়ারি মাসের মধ্যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।’

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে কুমিল্লার সেন্ট্রাল মেডিক্যাল কলেজ মিলনায়তনে কুমিল্লা-১১ আসনের চৌদ্দগ্রাম উপজেলার ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণভোট প্রসঙ্গে ডা: তাহের বলেন, ‘আমরা যখন সংস্কারের জন্য গণভোটের কথা উল্লেখ করেছি, তখন বিএনপি মেনে নিয়েছিল। আমরা চেয়েছি সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারণ করা হোক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি। বিএনপি বলছে গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিনে হবে। সংস্কার ইস্যুতে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ অবস্থান পরিবর্তন করেছে। আরপিও, সংস্কার, গণভোট কোনোকিছুই এখন বিএনপি মানছে না।’

তিনি বলেন, ‘যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারা একটা সুযোগ নেবে। সংস্কারবিহীন যে বাংলাদেশ ছিল বিএনপি সে জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এ দেশের মানুষ দিবে না। সরকার যদি তার নিরপেক্ষতা হারায়, তাহলে দেশের জনগণ সরকারের প্রতি আস্থা হারাবে। জনগণ আবার আন্দোলনে নামতে বাধ্য হবে।’

তিনি আরো বলেন, ‘সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে তাহলে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা নিয়ে সংশয়া তৈরি হবে।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা অঞ্চল টিমের সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মাওলানা ইব্রাহীম প্রমুখ।