আনোয়ারায় মা-ইলিশ রক্ষা অভিযানে ২১৫ কেজি ইলিশ জব্দ

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে আনোয়ারায় অভিযান চালিয়ে ২১৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দফতর ও নৌ-পুলিশ।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় মা-ইলিশ রক্ষা অভিযানে ২১৫ কেজি ইলিশ জব্দ
আনোয়ারায় মা-ইলিশ রক্ষা অভিযানে ২১৫ কেজি ইলিশ জব্দ |নয়া দিগন্ত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ২১৫ কেজি ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য দফতর ও নৌ-পুলিশ। এসময় আটজন জেলেকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কালাবিবির দীঘি সংলগ্ন এলাকায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে বার আউলিয়া পুলিশ ফাঁড়ির নৌ-পুলিশ সহযোগিতা করে।

জব্দ করা ইলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে আনোয়ারার নিবন্ধিত ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন অমান্য করলে সামুদ্রিক মৎস্য আইনে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মা-ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে।