তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

শিবচরে আওয়ামী লীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত

‘বাবুল ফকিরের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে আমরা মারাত্মকভাবে আহত হই। আমাদের অনেকের অবস্থা খুবই খারাপ। আমরা সাংবাদিকদের সাথে কথাও বলতে পারছি না।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচরে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত
শিবচরে লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণের সময় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার বিকেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট নিয়ে বের হন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু’র কর্মী-সমর্থকরা। শিবচর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন তারা। ফেরার পথে উপজেলার চরশ্যামাইল এলাকায় আসলে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের লোকজনের সাথে প্রথমে বিএনপির নেতাকর্মীর বাকবিতন্ডা হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটেও। একপর্যায়ে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যানের লোকজন বিএনপির নেতাকর্মীর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে। পাঁজনকে কুপিয়ে জখমসহ আহত করা হয় অন্তত বিএনপির ২০ নেতাকর্মীকে। ভাংচুর করা হয় পাঁচটি মোটরসাইকেল।

শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুমন ফকির বলেন, ‘বাবুল ফকিরের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে আমরা মারাত্মকভাবে আহত হই। আমাদের অনেকের অবস্থা খুবই খারাপ। আমরা সাংবাদিকদের সাথে কথাও বলতে পারছি না ‘

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিবচর থানা পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খবর পেয়ে আমিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেই। এই ঘটনায় থানায় এখনো অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’