পাবনার ঈশ্বরদীতে জমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা বিরু মোল্লা হত্যাকাণ্ডের প্রধান আসামি মো: জহুরুল মোল্লাকে (৫২) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (২২ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা জহুরুল মোল্লাকে গ্রেফতার করা হয়।
নিহত বিরু মোল্লা ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অনুসারী ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর মোল্লাপাড়া এলাকায় জমির মাটি কাটা নিয়ে পূর্ব বিরোধের জেরে বিরু মোল্লাকে (৬৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো: রাজিব আহম্মেদ (৩১) চারজনকে আসামি করে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত বিরু মোল্লা ও হত্যার প্রধান আসামি জহুরুল মোল্লা সম্পর্কে আপন চাচাত ভাই।
ঘটনার পর থেকেই র্যাব আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ (এটিসি), র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার, র্যাব-১২ সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: মমিনুর রহমানের যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে সোমবার সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রঘুনাথপুর এলাকা থেকে মামলার মূলহোতা জহুরুল মোল্লাকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতার জহুরুলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মমিনুজ্জামান জানান, বিএনপি নেতা হত্যাকাণ্ডের প্রধান আসামি র্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর সোমবার সন্ধ্যায় র্যাব-১২ কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছেন। আমরা ঈশ্বরদী থানায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পাবনা জেলহাজতে পাঠানো হবে।



