জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শহীদ শরিফ ওসমান হাদির খুনীদের গ্রেফতার, শাস্তি ও খুনের পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
সংগঠনটির হাটহাজারী পৌরসভার উদ্যেগে শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা এ কর্মসূচি পালন করা হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নাছির উদ্দীন মুনির ও মীর ইদরীসের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলো থেকে শুরু হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক দিয়ে বাসস্ট্যান্ডে যায় এবং বাসস্ট্যান্ড থেকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে ঘুরে কাচারী সড়ক দিয়ে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সামনে এসে শেষ হয়।



