নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য আটক

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির ৪২ নম্বর পিলারের কাছে মনজয় পাড়ায় অবস্থান নিলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

মিনারুল হক, বান্দরবান

Location :

Naikhongchhari
আটক মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য
আটক মিয়ানমার নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য |নয়া দিগন্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের সেনাবাহিনী ও সীমান্ত পুলিশের (বিজিপি) পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে সীমান্ত পেরিয়ে নাইক্ষ্যংছড়ির ৪২ নম্বর পিলারের কাছে মনজয় পাড়ায় অবস্থান নিলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকদের মধ্যে একজন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং বাকি চারজন বিজিপি সদস্য বলে জানা গেছে।

তারা হলেন সেনা সদস্য মিন মিন ও (৪২) এবং বিজিপি সদস্য ক্যজয় লিন (৩২), অংসান থ (৩২), শৈথুরা (৩৮) ও কক সিন (৩৫)।

এ বিষয়ে কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো: মহিউদ্দিন সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে সীমান্তর ওপারে মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। মিয়ানমার সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো আরাকান আর্মি দখল করেছে সেগুলো পুনরুদ্ধারে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। সংঘর্ষের ফলে নিরাপত্তা বাহিনীর ওই সদস্যরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়ে থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে।