সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, গ্রেফতার আরো ৭

‘মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০টি বাঁশের লাঠি ও বিভিন্ন ধরনের টিনের কৌটা দিয়ে তৈরি মশাল উদ্ধার করা হয়। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

পুলিশের সতর্ক অবস্থানেও সিলেটে থামছে না নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। নগরীর মির্জাজাঙ্গালে ঝটিকা ও লালাবাজারে মশাল মিছিলের পর আবারো নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার সকালে নগরীতে একটি মিছিলের ভিডিও শেয়ার করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

পাশাপাশি দক্ষিণ সুরমায় মশাল মিছিলের ঘটনায় এসএমপির মোগলাবাজার থানার পারারইচক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছাতক থানার নিজ গাঁও (পশ্চিম) গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে মো: মাহফুজ আহমদ (২০), জকিগঞ্জ থানার বারোঠাকুরি উত্তরকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলী আহমদ (৩৮), দক্ষিণ সুরমা থানার লালাবাজার উপজেলার খাজাখালু এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে রিমন ইসলাম (২০), সিলেটের শাহপরান রহ: থানার এমপি গেইট, সুলতানার বাড়ির বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার জলিলপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে মো: আবুল হাসনাত রাফি (১৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার ওপর থেকে ১০টি বাঁশের লাঠি ও বিভিন্ন ধরনের টিনের কৌটা দিয়ে তৈরি মশাল উদ্ধার করা হয়। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে মোগলাবাজার থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ ছাত্রলীগ কর্মী মো: মাছুম রহমান (৩৫), আয়নুল হক (২২) ও ছাত্রলীগ কর্মী জুয়েল আহমদকে (২৮) গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওগুলো পুলিশের নজরে এসেছে। এখন পর্যন্ত মশাল মিছিলে অংশগ্রহণকারী ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। এর আগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কয়েকজনকেও গ্রেফতার করা হয়। যে কোনো ধরনের নাশকতার ব্যাপারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।