চট্টগ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) প্রার্থী মো: এমরান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মো: এমরান চৌধুরী এনডিএম কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর এনডিএমের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনে আনোয়ারা উপজেলায় ১১টি ও কর্ণফুলী উপজেলায় পাঁচটি ইউনিয়ন রয়েছে। এ দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ৩২৪ জন।
চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে রাজনৈতিক তৎপরতা আরো দৃশ্যমান হয়ে উঠছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।



