মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিক নিহত

লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Chattogram
চট্টগ্রামের মানচিত্র।
চট্টগ্রামের মানচিত্র। |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে টুটুল কান্তি ধর (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চিনকি আস্তানা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টুটুল ধর মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলী এলাকার ধরবাড়ির দুলাল ধরের ছেলে। তিনি রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

নিহত টুটুল কান্তি ধরের স্বজন আশিষ ধর জানান, ‘টুটুল বিএসআরএম কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ির ফেরার পথে চিনকী আস্তানা এলাকায় ট্রেনে কাটা পড়ে নিহত হন। টুটুলের মানসিক সমস্যা ছিল।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ সিদ্দীকি বিষয়টি নিশ্চিত করে জানান, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।