কয়রা থেকে ৮ফুট লম্বা অজগর উদ্ধার

‘উদ্ধার করা অজগরটিকে কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে।’

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
কয়রা থেকে ৮ফুট লম্বা অজগর উদ্ধার
কয়রা থেকে ৮ফুট লম্বা অজগর উদ্ধার |নয়া দিগন্ত

লোকালয়ে চলে আসা আট ফুট লম্বা একটি অজগর সাপকে সফলভাবে উদ্ধার করে পুনরায় সুন্দরবনের গভীরে অবমুক্ত করেছে বন বিভাগের কর্মীরা।

শুক্রবার (৩০ মে) সকালে খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রাম থেকে সাপটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, কয়রার মঠবাড়ি গ্রামের আতিয়ার রহমান গাজীর বাড়িতে স্থানীয়রা একটি বিশালাকার অজগর সাপ দেখতে পেয়ে দ্রুত বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো: শফিকুল ইসলাম শাহিদের নেতৃত্বে বন বিভাগের কর্মীরা, ভিটিআরটি (ভিলেজ টাইগার রেসপন্স টিম) এবং সিপিজি (কমিউনিটি প্যাট্রোল টিম) সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান।

সকাল ৮টার দিকে যৌথ প্রচেষ্টায় প্রায় ১০ কেজি ওজনের অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়। এটি সুন্দরবনের জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা অজগরটিকে কাশিয়াবাদ স্টেশনের অধীনস্থ সত্যপিরের ভারানী এলাকায় অবমুক্ত করা হয়েছে। এ সফল উদ্ধার অভিযান সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ-বন্যপ্রাণী সহাবস্থানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল। স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং বন বিভাগের তৎপরতা এক্ষেত্রে প্রশংসার দাবিদার।