চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন

‎কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত। শনিবার সকালে ম্যারাথনটি গুণবতী বাজার থেকে শুরু করে খাটরা, বুধড়া ও কৈতরা হয়ে আবার গুণবতী গিয়ে শেষ হয়।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত সৃষ্টিতে জামায়াতের যুব ম্যারাথন |নয়া দিগন্ত

‎কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশাল যুব ম্যারাথন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ম্যারাথনটি গুণবতী বাজার থেকে শুরু করে খাটরা, বুধড়া ও কৈতরা হয়ে আবার গুণবতী গিয়ে শেষ হয়।

যুব ম্যারাথনে অংশ নেন জামায়াত সমর্থিত শত শত যুবক। ‎ম্যারাথনে অংশগ্রহণকারীরা হ্যাঁ ভোটের পক্ষে এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের গুণবতী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়নের আমির ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা কর্মপরিষদ সদস্য ডা: মঞ্জুর আহমেদ সাকি, সাবেক ছাত্রনেতা আবু সাইয়িদ মজুমদার, জাফর আমেদ শিপন, শাহাদাত হোসেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহ-সেক্রেটারি আবদুল হামিদ প্রমুখ।

শীতের সকালে যুব ম্যারাথনে গণভোটে ‘হ্যাঁ’ ও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার দাবির স্লোগান শুনে সড়কের পাশের বাসিন্দারা আগ্রহের সাথে শোনেন এবং হ্যাঁ ভোটের পক্ষের সম্মতি জানান।