জুলাই গণঅভ্যুত্থানের এক বছরপূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ে গণমিছিল ও সমাবেশ করছে জেলা জামায়াত।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে জেলা জামায়াত কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের করা হয়।
পুরনো বাসস্ট্যান্ড হয়ে শহরের চৌরাস্তা প্রদক্ষিণ করে আবারো পুরনো বাসস্ট্যান্ড জুলাই চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার জীবন, অজস্র পঙ্গুত্ব ও আহতের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এ জুলাইয়ের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে তা আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে। দেশ ও জাতির স্বার্থে সকল দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধের শক্তি একসাথে হয়ে কাজ করতে হবে। একইসাথে ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগকে বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে।
এ সময় দলটির কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।