‘এসো মিলি বন্ধনে, মানবতার কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে বন্ধন সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সংগঠনের কার্যালয় এবং বাড়ি বাড়ি গিয়ে মোট ১৮০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। তারা এই মানবিক উদ্যোগের জন্য সংগঠনটির সদস্যদের ধন্যবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক করিমউল্ল্যাহ, সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক কহিনুর ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল ইসলাম, কোষাধ্যক্ষ মোকলেছার রহমানসহ সংগঠনের অন্য সদস্যরা।
এ সময় সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো কোনো দয়া নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ সমাজেরই অংশ। তাই সমাজের বিত্তবানসহ সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি মানবতাবোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য।
তিনি আরো বলেন, সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সবার সহযোগিতায় প্রথম ধাপের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।



