জামালপুর শহরের ফিশারি মোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ভোররাতে তারাকান্দি থেকে ঢাকা অভিমুখে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, ভোররাত ৪টা ২০ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন ফিশারি মোড় এলাকায় তারাকান্দি হতে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ওসি আরো জানান, প্রযুক্তির সাহায্যে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।