মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মধ্যে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে গফরগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও সভা অনুষ্ঠিত হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাংবাদিক রোবেল মাহমুদ ও শিক্ষক হাবিবুর রহমান কাজলের যৌথভাবে সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, পাগলা থানার নবাগত ওসি মো: আমিনুল ইসলাম, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান, গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো: সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।



