রাঙ্গামাটির স্থগিতকৃত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২১ নভেম্বর

বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কফিল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলক চক্রবর্তী, রাঙ্গামাটি

Location :

Rangamati
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে |নয়া দিগন্ত

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্থগিতকৃত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কফিল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি জেলার সহকারী শিক্ষক নিয়োগ ও বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১৪ নভেম্বর তারিখের স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এছাড়া আর লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’র পরিবর্তে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীদের রাঙ্গামাটি সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

জানা যায়, ১৪ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এক বিবৃতি দিয়ে পরীক্ষা স্থগিত করে। পরে এ স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্বনির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা নেয়ার দাবিতে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কর্তৃপক্ষ তাদের সাথে বৈঠক করে ২১ নভেম্বর সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে। এ পরীক্ষায় অসাধু উপায়ে কোনো লেনদেন হবে না।

বাঘাইছড়ি যে পরীক্ষা সেন্টার ছিল তা লেকার্স পাবলিক স্কুলে হওয়ার কথা থাকলেও এ কেন্দ্রটিতে হবে না। যেহেতু ২১ তারিখ সশস্ত্র বাহিনীর দিবস আছে তাই রাঙ্গামাটি সরকারি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আর সাংস্কৃতিক ইনস্টিটিউটে যে পরীক্ষা হওয়ার কথা তা কর্তৃপক্ষ পরবর্তী সময়ে জানিয়ে দেবেন।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্ধ আছে। ইতোমধ্যে ৫৮৯টি শিক্ষকের শূন্যপদ সৃষ্টি হয়েছে। এ পরীক্ষায় ছয় হাজার ৬৪৮ জন আবেদন করেছেন।