মহান আল্লাহ তায়ালাকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে কুখ্যাত ভন্ড বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ পর উল্লাপড়ার শ্রীকোলা বাসস্ট্যান্ডে পৌর ওলামা পরিষদের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তরা বলেন, আবুল সরকার তার গান ও বক্তব্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি আঘাত হেনে আসছেন, যা দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।
বাকস্বাধীনতার নামে কোনো ব্যক্তি ধর্মীয় মূল্যবোধকে অপমান করার অধিকার রাখে না। তারা সরকারের কাছে দ্রুত এই ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
তারা হুঁশিয়ারি দেন যে, যদি বাউল আবুল সরকারের দ্রুত ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয়, তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন।



