সাঁথিয়ায় ইছামতি নদী থেকে অবৈধ বাঁধ অপসারণ

দীর্ঘদিন নদী লিজ নিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করা হতো। এতে বদ্ধ পানিতে কচুরিপানা জমে পানি নষ্ট হতো এবং মশা ও মাছির বংশ বৃদ্ধি পেত। বাঁধ অপসারণের সংবাদে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
নদী থেকে বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ
নদী থেকে বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ |নয়া দিগন্ত

পাবনার সাঁথিয়ায় প্রবাহিত ইছামতি নদী থেকে বাঁশ ও জালের অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছেন উপজেলা প্রশাসন। এদিকে বাঁধ অপসারণের সংবাদে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে পৌরসভা সদরের বোয়ালমারি সেতু থেকে বাঁধ অপসারণের কাজ শুরু করা হয়।

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এ কাজের উদ্বোধন করেন। এ সময় সাঁথিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুর রহমান উপস্থিত ছিলেন।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন নদী লিজ নিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করা হতো। এতে বদ্ধ পানিতে কচুরিপানা জমে পানি নষ্ট হতো এবং মশা ও মাছির বংশ বৃদ্ধি পেত। পরিষ্কার পানি থেকেও বঞ্চিত করা হতো স্থানীয়দের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ‘বিগত সময়ে ইছামতি নদীর বিভিন্ন অংশ লিজ দেয়া হতো। চলতি বছর জেলা প্রশাসকের অফিস থেকে নদীটির কোনো অংশই লিজ দেয়া হয়নি। পাবনা জেলা প্রশাসকের নির্দেশে নদী থেকে সকল অস্থায়ী বাঁধ অপসারণ করা হচ্ছে। এতে করে নদী পারের জনসাধারণ নিজেরা মাছ শিকার ও পানির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে পারবে।’