সিংড়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআর খতম ও দোয়া

মঙ্গলবার উপজেলার গোডাউনপাড়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কুরআন খতম ও বিশেষ এ মোনাজাতে অংশ গ্রহণ করেন ওলামাদলের নেতৃবৃন্দ ও হামিদিয়া ইসলামিয়া মাদরাসার হেফজখানার শিক্ষার্থীরা।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া
খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় ওলামাদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় কুরআর খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার গোডাউনপাড়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত কুরআন খতম ও বিশেষ এ মোনাজাতে অংশ গ্রহণ করেন ওলামাদলের নেতৃবৃন্দ ও হামিদিয়া ইসলামিয়া মাদরাসার হেফজখানার শিক্ষার্থীরা।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিংড়া উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর ওলামাদলের সাবেক সভাপতি আতিকুর রহমান, সিনিয়র সহ-সভাপতি রায়হান কবির, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, হাফেজ শোয়াইব ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।