নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাহনা এলাকা থেকে ৭৫ বছর বয়সের এক অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ভুলতা ফাঁড়ির পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টায় গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা রহিমারটেক গোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, এই বৃদ্ধকে দীর্ঘদিন যাবত বটেরচারা এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। আজ সকালে এলাকাবাসী পুকুরে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ভুলতা ফাঁড়ির এসআই নিরঞ্জন কুমার দাস বলেন, খবর পেয়ে আমরা পুকুর থেকে ভাসমান লাশটি উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।