লক্ষ্মীছড়িতে কৃষকদলের সভাপতি ফারুক, সম্পাদক সেলিম হাওলাদার

উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু নিলপদ চাকমা।

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি)

Location :

Lakshmichhari
লক্ষ্মীছড়িতে কৃষকদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে
লক্ষ্মীছড়িতে কৃষকদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) উপজেলা কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সভাপতি পারদর্শী বড়ুয়া।

প্রধান বক্তা ছিলেন লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদার। উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক বাবু নিলপদ চাকমা।

বিশেষ অতিথি লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি ডাক্তার মিজানুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান জাহাঙ্গীর, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হান্নান সরকার, জেলা কৃষকদল প্রচার সম্পাদক জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো: শাহজালাল।

এ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো: কামাল হোসেন ফারুক, কৃষকদল নেতা আনোয়ার হোসেন ও চাইতং প্রু মারমা প্রমুখ। পরে মো: কামাল হোসেন সভাপতি, মোস্তফা মিস্ত্রী সিনিয়র সহসভাপতি, মো: সেলিম হাওলাদার সাধারণ সম্পাদক, চাইথং প্রু মারমা যুগ্ম সম্পাদক ও আনোয়ার হোসেনকে সাংগঠনিক করে উপজেলা কৃষকদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।